Sylhet Today 24 PRINT

শনিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৭

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ছাত্রফ্রন্টের নেতারা। শুক্রবার অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ কর্মসূচির ঘোষণা দেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘ভাস্কর্য সরানোর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের ওপর জলকামান ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। এর প্রতিবাদে শনিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

প্রসঙ্গত, হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে বৃহস্পতিবার মধ্য রাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরানো হয়। ভাস্কর্যটির নির্মাতা ভাস্কর মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে এটি যত্ম করে সরানোর কাজ তত্ত্বাবধান করেন।

ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার মিছিল করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ছোড়ে। আটক করা হয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী ও ঢাকা কলেজের সভাপতি মোর্শেদ হালিমকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.