Sylhet Today 24 PRINT

কুমিল্লায় বাজারে আগুন, \'তালাবদ্ধ\' দোকানে শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০১৭

কুমিল্লায় একটি বাজারে অগ্নিকাণ্ডে দেড়শতাধিক দোকান পুড়ে গেছে। এসময় আগুনে পুড়ে নাজমুল হোসেন খোকন (১২) নামে এক শিশু দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। 

শিশুটি তালাবদ্ধ দোকানে আটকা পড়ায় বের হতে পারেনি বলে জানান স্থানীয়রা।

শুক্রবার দিনগত মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত খোকন ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড়ের দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে চার ঘণ্টা চেষ্টার পর শনিবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে হার্ডওয়ার, জুয়েলারি ও কাপড় দোকানসহ ব্যবসায়ীদের অন্তত ৩০কোটি টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ব্যবসায়ী আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবন্ধ দোকানে আটকা পড়ায় বের হতে পারেনি।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।  

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে তদন্তের পর আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সুত্রঃ যুগান্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.