Sylhet Today 24 PRINT

বান্দরবানে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে চেমনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত ও তার মেয়ে আমেনা খাতুন (২৫) আহত হয়েছেন।

বুধবার (৫ জুলাই) বিকেলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানান, টানা বর্ষণে বিকেলে বসতঘরের ওপর পাহাড় ধসে পড়লে চেমনা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার মেয়ে আমেনা খাতুন মাটি চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে টানা বর্ষণে জেলার লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া থানচি-আলীকদম সড়কের বিভিন্ন স্থান ধসে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.