Sylhet Today 24 PRINT

কনস্টেবলের বুদ্ধিমত্তায় রক্ষা পেল অর্ধশত বাসযাত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৭

এক পুলিশ কনস্টেবলের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বেঁচে গেছে দুর্ঘটনায় পড়া অর্ধশত যাত্রীর প্রাণ। ঘটনাটি কুমিল্লার দাউদকান্দির; শুক্রবার সকালে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে পুলিশ কনস্টেবল পারভেজ মিয়ার একক প্রচেষ্টায় যাত্রীরা বেরিয়ে আসতে সমর্থ হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরগামী বাস ‘মতলব এক্সপ্রেস’ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।

“এ সময় গৌরীপুরে দায়িত্বরত দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া ডোবায় লাফিয়ে পড়েন। প্রথমে দ্রুত গাড়ির জানালার কাচ ভেঙে দিলে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসেন।

“পরে পানিতে ডুব দিয়ে সাত মাস বয়সী এক শিশু ও পাঁচ নারীসহ মোট ১২ জনকে উপরে তুলে আনেন তিনি।”

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাড়িটি তুলে আনে বলে জানান ওসি কালাম।

প্রতক্ষ্যদর্শী স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, কনস্টেবল পারভেজ মিয়ার বুদ্ধিমত্তায় শিশুসহ অন্তত অর্ধশত যাত্রী জীবিত উদ্ধার হলো।

“এমন সাহসী ও নিবেদিত লোককে আমি স্যালুট জানাই। আমার সাধ্যমতো তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিলাম।” এছাড়া পারভেজকে ঘটনাস্থলে উপস্থিত হাজারো মানুষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিকালে কনস্টেবল পারভেজ মিয়ার জন্য কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.