Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম শহরে এবার পুলিশও ব্যবহার করছে নৌযান

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৭

চট্টগ্রামে কর কার্যালয়ের কর্মীদের পর নৌযান ব্যবহার শুরু করেছে পুলিশ সুপার কার্যালয়ের কর্মীরা। জলাবদ্ধতার মধ্যে অফিসের কাজ সারতে নগরীর হালিশহরের পুলিশ সুপার কার্যালয়ের কর্মীরা সম্প্রতি এই প্যাডলযুক্ত নৌযান ব্যবহার শুরু করেছে।

চলতি বর্ষায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে, আর শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ অংশে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এ পরিস্থিতিতে পুলিশ লাইন্স পুকুরে বিনোদনের জন্য রাখা প্যাডলযুক্ত নৌযানটিকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ গণমাধ্যমকে জানান, তাদের যাতায়াত ছাড়াও সেখানে ট্রাফিক পুলিশের একটি ইউনিট আছে। এই ইউনিটের কর্মীরাও এই নৌকা দিয়েই বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

নগরীর হালিশহরের যে অংশে পুলিশ সুপারের কার্যালয়, সেটি গত চার দিন ধরে ডুবে থাকায় অন্য সব ধরণের মোটর যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

হালিশহরের পাশাপাশি আগ্রাবাদ এলাকাও ডুবে আছে। এখনও পানি আছে চাক্তাই, খাতুরগঞ্জ, আগ্রাবাদ, সদরঘাট, পতেঙ্গা।

এ পরিস্থিতি বিবেচনায় পুলিশ সেবা অব্যাহত রাখতেই নৌযানের ব্যবহার শুরু করা হয়েছে বলে জানান পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.