Sylhet Today 24 PRINT

৪০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চালু

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৭

প্রায় ৪০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ চালু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পৌংলী রেলসেতু মেরামত শেষে এ ট্রেন যোগাযোগ চালু হয়।

এদিকে সেতু মেরামত শেষ হওয়ার খবর পেয়ে ঢাকার কমলাপুর স্টেশনে রাজশাহীর সিল্ক সিটি এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে সকালে কয়েকটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। সেগুলো পর্যায়ক্রমে এলেঙ্গার ওই সেতু অতিক্রম করবে।

প্রসঙ্গত, বন্যার পানির তীব্র স্রোতে এলেঙ্গা পৌরসভার পৌংলী রেলসেতুর দক্ষিণ অংশের অ্যাপ্রোচ রোডের ২০ ফুটের মতো জায়গা থেকে মাটি সরে গেলে রোববার সকাল থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.