Sylhet Today 24 PRINT

নোয়াখালীতে গ্রেপ্তার যুবদল নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৭

নোয়াখালীতে কথিত বন্দুকযুদ্ধে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে, যাকে এক দিন আগে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছিল পরিবার। এদিকে, পুলিশ বলছে, মো. আলম (৩৫) নামের ওই যুবক থানার ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’।

বুধবার গ্রেপ্তারের পর রাতে তাকে সঙ্গে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে বৃহস্পতিবার ভোরের দিকে মৃত্যুর ওই ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস জানান, নিহত আলম বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ধীতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

তার বিরুদ্ধে ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজেদুর রহমান সাজিদের দাবি।

তিনি বলছেন, ওই পরোয়ানায় বুধবার আলমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গভীর রাতে তাকে নিয়ে আমানউল্লাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল।

“সেখানে উপস্থিত আলমের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে আলমের সহযোগীরা পালিয়ে গেলে বাগানের মধ্যে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। আলমের লাশ ময়না তদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আলমের পরিবারের অভিযোগ, বুধবার নয়, মঙ্গলবার সকালে এই যুবদল নেতাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল।

মঙ্গলবার রাতে চৌমুহনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আলমের স্ত্রী পুষ্প বেগম অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাধারণ পোশাকের একদল লোক মঙ্গলবার সাকালে তাদের বাড়িতে এসে তার স্বামীকে তুলে নিয়ে যায়।

“আমরা বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ ও লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পে যোগাযোগ করেছি। কিন্তু তারা কিছুই জানাতে পারেনি।”

স্বামীকে ফিরে পেতে ওই সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তপেক্ষ চেয়েছিলেন পুষ্প।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.