Sylhet Today 24 PRINT

সুইসাইডাল নোট লিখে আত্মহত্যার চেষ্টা সানির স্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৭

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর ‘স্ত্রী’ নাসরিন সুলতানা।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে ধানমন্ডি থানার উপপরিদর্শক জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন ভোরের দিকে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন নাসরিন। দুপুর ১২টার দিকে তার পরিবার বিষয়টি টের পায়।

পরে তাকে উদ্ধার করে রাজধানীর ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানান জিয়াউর রহমান।

নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে আপুর (নাসরিন) মোবাইলে সানি ভাইয়া কল করেন। এ সময় নাসরিন আপু বাইরে গিয়ে কথা বলেন। আপু তখন কান্নাকাটি ও চেঁচামেচি করেন। এরপর আপু সবাইকে লুকিয়ে ৫০টি ঘুমের ওষুধ খায়। তার আগে একটা সুসাইডাল নোট লিখেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা আপুর ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি সকালে বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।’

প্রথম সুইসাইডাল নোটে নাসরিন লিখেছেন, ‘আব্বা-মা, আল্লাহর রহমতে দুই হাত জোর করে তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালে নিও না। আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিছ, আর নিও না। মরার পর মাটি দিও কিন্তু হসপিটালে নিও না প্লিজ। এতো অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ আমাকে মরতে দাও। বিথী, কফিনের লকের পাসওয়ার্ড (পাসওয়ার্ডটি এখানে গোপন রাখা হলো) কফিনে ও ড্রয়ারের পার্সে (পাশে) সব ফাইল ও কাগজপত্র আছে make sure that sunny’র উচিৎ শাস্তি ও বিচার হয়।’

বিতীয় নোটে তিনি লিখেছেন, ‘It is not Suicide, it’s a murder. আমার আজকের এই অবস্থার জন্য শুধু সানি দায়ী। আল্লাহ যাতে ওর বিচার করে। আমার মৃত্যুর জন্য সানি দায়ী। নাসরিন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.