Sylhet Today 24 PRINT

খুলনায় শিশু হত্যায় মাসহ ৪ জনের ফাঁসি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৭

খুলনায় নয় বছরের শিশু হাসমি মিয়া হত্যা মামলায় তার মাসহ চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হাসমির মা সোনিয়া আক্তার, মো. নুরুন্নবী, মো. রসুল, মো. হাফিজুর রহমান।

এ মামলার পাঁচ আসামির মধ্যে রাব্বি সরদার অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাকে আদালত খালাস দিয়েছেন।

২০১৬ সালের ৯ জুন খুলনা নগরীর কার্ত্তিককুল এলাকা থেকে শিশু হাসমির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মো. হাফিজুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন।

জানা যায়, নুরুন্নবীর সঙ্গে সোনিয়ার পরকীয়া প্রেমের জের ধরে মায়ের সামনেই গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় হাসমিকে। পরে তার মরদেহ সিমেন্টের বস্তায় ভরে খুলনার সরদার ডাঙ্গা বিলের মধ্যে ফেলে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.