Sylhet Today 24 PRINT

সাংবাদিক কাজী সিরাজ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৭

সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত দশটার পর কাজী সিরাজ রাজধানীর ফরাজী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মৃত্যুসংবাদ নিশ্চিত করেন।

কাজী সিরাজের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী বুলু আখতার, এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তাঁর জানাজা হবে। জানাজার পর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখান কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় পার্টির নেতা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদের চাচাত ভাই ছিলেন কাজী সিরাজ।

প্রয়াত কাজী সিরাজ ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক। সর্বশেষ তিনি সাপ্তাহিক রোববার পত্রিকায় সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কাজী সিরাজ বিভিন্ন জাতীয় দৈনিক এ রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.