Sylhet Today 24 PRINT

গরু আনতে গিয়ে নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইনে এবার প্রাণ হারালেন এক বাংলাদেশি। তার নাম হাশেম উল্লাহ (৪৫)। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দিনগত রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪নং পিলার সংলগ্ন রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান হাশেম উল্লাহ। এ সময় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিস্ফোরণে আহত হন রোহিঙ্গা আবদুল কাদের। তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি মাইন বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত ও এক রোহিঙ্গা আহত হয়েছে। আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.