Sylhet Today 24 PRINT

মুন্সীগঞ্জ মাজারে ২ নারী হত্যা: আটক ৫

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

মুন্সীগঞ্জে মাজারের খাদেমসহ দুই নারীর গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির হোসাইন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তাইজুন খাতুনের ছেলে কফিল উদ্দিন এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আটক করেছে পাঁচজনকে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের ভিটিশীলমন্দিতে সুলায়মান ন্যাংটার মাজার থেকে খাদেম আমেনা বেগম (৬০) ও ভক্ত তাইজুন খাতুনের (৪৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ওসি বলেন, এ ঘটনায় পুলিশ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদের মধ্যে মাজারের খাদেম মাসুদ কোতোয়াল (৫৫) ও বাবু সরকারকে (২৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে হত্যাকারী এখনও সম্পূর্ণ চিহ্নিত না হলেও তদন্তে অনেকটা অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

নিহতদের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় রাতেই। এরপর জানাজা শেষে আমেনা বেগমকে গজারিয়া উপজেলার ঝাপটা গ্রামে আর তাইজুন খাতুনকে সদর উপজেলার বকচর গ্রামে দাফন করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকে মাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে কোনো ভক্তকে দেখা যায়নি সেখানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.