Sylhet Today 24 PRINT

উখিয়ায় পাঠানো হল মানিকগঞ্জে পালিয়ে আসা ২০ রোহিঙ্গাকে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

মানিকগঞ্জের সিংগাইরে আশ্রয় নেয়া তিন পরিবারের ২০ রোহিঙ্গাকে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।

আশ্রয় শিবিরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, দুটি মাইক্রোবাসে করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার উদ্দেশে রোহিঙ্গাদের পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও ধল্লা এলাকায় আশ্রয় নেয়ার সময় বুধবার বিকেলে পুলিশ ওই ২০ রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে বৃহস্পতিবার দিনভর সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়।

সূত্র জানায়, সমুদ্র পথে পার হয়ে এসকল রোহিঙ্গারা প্রথমে টেকনাফ সীমান্তে আসেন। সেখান থেকে সড়ক পথে ঢাকায় এবং পরে মানিকগঞ্জের সিংগাইরে পৌঁছেন। পরিচিত এক প্রবাসীর সঙ্গে কথা বলেই সিংগাইর উপজেলায় আশ্রয় নেয়ার চেষ্টা করেন তারা।

তিন পরিবারের এসব সদস্যরা হলেন, ফয়েজুল ইসলাম (৩৫), আমেনা খাতুন (৭০), রাফিয়া বিবি (১৮), হাফসা বিবি (২৮), আরমান (৭), রুম্মান (৪), আবদুল হান্নান (৩), রুনাত (১) ও হাছিনা আক্তার (৬০)। এদের বাড়ি রাখাইন রাজ্যের মেগগিচং থানায়।

এছাড়া আরাকান রাজ্যের তালা চক থানা এলাকার আনোয়ার হোসেন (৪০), হাসিনা খাতুন (৩০), মোশারফ হোসেন (১৪), ইয়াসির (১০), শরিফা (৮), হাবিবা (৭), আমেনা (৬০), শরিফা (৮), হিনা (৪) ও একই এলাকার ফয়েজ আলী (৪০) ও তার স্ত্রী খালেদা (২০), দুই মাস বয়সি ছেলে আবদুল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.