Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৪ কোটি টাকা মূল্যের ক্রেন উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

স্থল বন্দর বেনাপোলের পন্যজট কমানোর জন্য আরও একটি জার্মান থেকে আমদানি করা ক্রেন উদ্বোধন করলেন বেনাপোল স্থল বন্দরের সহকারি পরিচালক আমিনুল ইসলাম।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেনাপোল রফতানি টার্মিনালে নতুন এ ক্রেনটি প্রধান অতিথি হিসাবে বন্দরের সহকারি পরিচালক উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক রেজাউল ইসলাম, সহকারি উপ-পরিচালক মেহেদী হাসান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার প্রমুখ।

বন্দরের ঠিকাদার প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে নিয়োজিত হাফিজুর রহমান জানান, বৃহৎ এ স্থল বন্দরে মাত্র ৫টি ক্রেন ছিল। তা দিয়ে সব কাজ করা সম্ভব হচ্ছিলো না।
নতুন এ ক্রেনটি সংযোজন করায় পন্যজট যা ছিল তার থেকে আরো কমে আসবে বলে তিনি জানান।

সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, ৩ কো‌টি ৮৬ লাখ টাকার ক্রয়কৃত ক্রেনটি ভারী পণ্য উঠানো ও নামানো যাবে। সেই সাথে আমদানি রফতানি পন্যজট ও কমবে। ফলে ব্যবসায়ীরা ও দ্রুত তাদের মালামাল লোড আনলোড করতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.