Sylhet Today 24 PRINT

শার্শায় ৮০০ বোতল ফেন্সিডিলসহ মাইক্রোবাস উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

শার্শায় মাইক্রোবাস থেকে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব-৬, যশোরের সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন বলেন, 'গোপন সংবাদে জানা যায় শার্শার বাগডাঙ্গা গ্রামের জয়নালের বাড়ির সামনে থে‌কে সাদা রংয়ের নোহা মাইক্রোবাসে ভারতীয় ফেন্সিডিল তোলা হচ্ছে। এই সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হইলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জয়নাল (২৮) ও মাইক্রোবাস চালক মো. ফয়সাল (৩২) সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি মাইক্রোবাস থে‌কে নে‌মে পালিয়ে যায়।

এই সময় ঢাকা মেট্রো (চ-১১-৫৪৯০) সাদা নোহা মাইক্রোবাসটি তল্লাশি করলে মাইক্রোবাসের বডির ভিতরের বিভিন্ন অংশ খুলে ভিতরের বডির বিভিন্ন অংশে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০০ বোতল ও গাড়ীর সিটের পিছনে বস্তাভর্তি ৪০০ বোতল মোট ৮০০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলার শারমিন আক্তার (৩৫) নামে এই মহিলা নোহা মাইক্রোবাসটির মালিক।

মাইক্রোবাসের মালিক সহ উক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.