Sylhet Today 24 PRINT

গাজীপুরে তিন জামায়াত নেতা গ্রেপ্তার, ১১ বোমা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৭

গাজীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর এন্টি টেররিজম ইউনিট।

এসময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।

রোববার (১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ।

পুলিশ সুপার জানান, কয়েকটি জেলার জামায়াতের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা সারাদেশে একযোগে নাশকতার পরিকল্পনা করার লক্ষে সমবেত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর এন্টি টেররিজম ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মহানগরীর রাজবাড়ীর সামনে সিএনজি স্টেশন এলাকা থেকে তিন জামায়াত নেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এসময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকার লেহাজ উদ্দিনের ছেলে ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন আলী, ফরিদপুরের কোতোয়ালী থানার পশ্চিম খাবাসপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. বদরুদ্দিন এবং একই এলাকার গেন্দু মোল্লার ছেলে ও ফরিদপুর সিটি কলেজ জামায়াতের সাধারণ সম্পাদক ওহাব আলী। তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান, মো. রাসেল শেখ, গোলাম সবুর ও সাখাওয়াত হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.