Sylhet Today 24 PRINT

বেনাপোলে রুপি ও ডলারসহ ভারত ফেরত পাসপোর্ট যাত্রী আটক

বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি |  ০৭ অক্টোবর, ২০১৭

বেনাপোল চেকপোস্টে ভারত ফেরত মোহাম্মদ ইয়াকুব মিনা (৪৫) নামে এক পাস‌পোর্ট যাত্রীর কাছ থেকে ৫ লাখ ৮০ হাজার ৯শত রুপি ও ২১০ ইউএস ডলারসহ আটক করেছে কাস্টমস সদস্যরা।

শনিবার (৭ অক্টোবর) সকালে বেনা‌পোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ওই যাত্রীর শরীর তল্লাশি করে এই বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। আটক যাত্রী গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার রাজিব আলী মিনার ছেলে।

কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট তল্লাশি কেন্দ্রে ওই পাসপোর্ট যাত্রীর সাথে থাকা ব্যাগ পরীক্ষা করা হয়। এ সময় ওই যাত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তার শরীর তল্লাশি করে পায়ে বাঁধা অবস্থায় এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসের দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা জানান, আটকের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.