Sylhet Today 24 PRINT

আত্মঘাতী গেম ‘ব্লু হোয়েল’ বন্ধ চেয়ে রিট

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

আত্মহত্যায় প্ররোচনাকারী অনলাইন গেম 'ব্লু হোয়েল' বাংলাদেশে বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছে ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লবসহ তিন আইনজীবী।

রোববার (১৫ অক্টোবর) এ রিটটি করলেও কবে রিটটির শুনানি হতে পারে তা জানাতে পারেননি হুমায়ূন কবির।

তিনি বলেন, 'ব্লু হোয়েল' গেমসহ মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশে 'ব্লু হোয়েলে'র সকল লিঙ্ক ব্লক করে দেওয়ারও আর্জি জানানো হয়েছে।

সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী 'ব্লু হোয়েল' গেমস খেলে আত্মহত্যা করে বলে গুজব ছড়ায়। এর পর দেশের বিভিন্ন স্থানে 'ব্লু হোয়েল' গেমস খেলে আত্মহত্যার চেষ্টাকালে আহত হওয়ার খবর পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.