Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান। খবর বাসসের

প্রেস সচিব জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

তিনি আরও জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে ধারনা করা হচ্ছে।

৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালে লন্ডনে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.