Sylhet Today 24 PRINT

বালুখালী ক্যাম্পে ডাকাতিকালে অস্ত্রসহ আটক ৫ রোহিঙ্গা!

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৭

কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে ডাকাতিকালে দুটি অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে ক্যাম্পবাসী রোহিঙ্গারা।

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।

আটককৃতরা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। তারা উগ্রবাদী আলইয়াকিন বা আরসার সদস্য বলে ধারণা করছেন ক্যাম্পের অধিবাসীরা।

এমনটি জানিয়েছেন পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।

রাত পৌনে দুইটার দিকে বালুখালীর এ-২ ব্লকের লালু মাঝি ফোন করে ডাকাতির চেষ্টা ও ৫ ডাকাত আটকের বিষয়টি জানান।

আটকরাও রোহিঙ্গা বলে দাবি করেন তিনি। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে জানিয়ে, এরা আলইয়াকিন বা আরসার সমর্থন পুষ্ট কেউ হতে পারে বলে ধারণা করছেন লালু মাঝি। তবে আটকদের নাম ঠিকানা দিতে পারেননি তিনি। আটকরা কেউ মুখ খুলছে না জানিয়ে সব জানতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে উল্লেখ করেন লালু মাঝি।

বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.