Sylhet Today 24 PRINT

জেএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে নৌকাডুবি, ৩ শিক্ষার্থীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকা তিতাস নদীতে ডুবে যাওয়ায় নিহত হয়েছে তিন পরীক্ষার্থী।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে।

বেঁচে যাওয়া অভিভাবক সূত্রে জানা যায়, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১৫০ পরীক্ষার্থী ও অভিভাবক ছিলেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বহু পরীক্ষার্থী ও অভিভাবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ প্রায় ১৫০ যাত্রী কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর তিতাস নদীতে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নৌকাডুবির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.