Sylhet Today 24 PRINT

বেনাপোলে অনুষ্ঠিত হল গণসচেতনতা মূলক অনুষ্ঠান

বেনাপোল প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৭

বেনাপোল ইউনিয়ন পরিষদে মাদকদ্রব্য, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধ জঙ্গিবাদ দমনে গণসচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যশোর জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিন বলেন,অল্প বয়সে বিয়ে না দিয়ে মেয়েদের লেখাপড়ার সুযোগ করে দিয়ে আর্থিক দিক দিয়ে সচ্ছল করে তুলতে হবে। তা হলে সে সচেতন হবে চাকরি করবে সহজে সে লাঞ্ছিত হবে না।

তিনি আরো বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, সব কিছু শেষ করে দেয়। একবার মাদকে আসক্ত হলে সহজে সরে আসা যায় না। এর জন্য অভিভাবকদের ও সচেতন হতে হবে। ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখে বড় হয় ভালো কাজের সাথে যুক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় ৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, বেনাপোল পোর্ট থানা ওসি অপূর্ব হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.