Sylhet Today 24 PRINT

ফরিদপুরে ডাকাতের গুলিতে তিনজন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৭

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় ডাকাতের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে; এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার দিনগত (বৃহস্পতিবার) রাতে চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামে ও সদরপুর উপজেলার মুনশির চরে হতাহতের এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের মো. সাজ্জাদ মৃধা (৩০), তার চাচত ভাই সেন্টু মৃধা (২৮) ও সদরপুর উপজেলার মুনশির চরের মালেক খাঁ (৩৫)।

চরভদ্রাসন থানার ওসি রামপ্রসাদ ভক্ত বলেন, মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে তার মেয়ের বিয়ে উপলক্ষে গয়নাসহ মালপত্র কেনা হয়েছিল। ডাকাতরা দরজা ভেঙে টাকা ও মালপত্র নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে। ডাকাতরা পদ্মায় স্পিড বোটে করে পালিয়ে যাওয়ার সময় গুলি করলে দুইজন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি রামপ্রসাদ।

এছাড়া আরও একজনের মৃত্যু হয়েছে সদরপুর উপজেলার এক ডাকাতির ঘটনায়। সদরপুর থানার ওসি হারুন আর রশিদ বলেন, মুনশির চরের মালেক খাঁর বাড়িতে ডাকাতরা হানা দিলে তারা প্রতিরোধের চেষ্টা করেন। এ সময় ডাকাতের গুলিতে মালেকের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.