Sylhet Today 24 PRINT

পুলিশি বাধায় পণ্ড ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথিত অভিযোগে রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে প্রগতিশীল ছাত্রজোট। এতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া সভাপতিত্বে করেন। এক পর্যায়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য চলাকালে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীদের সাথে কথাবার্তার শেষ পর্যায়েও সমাবেশ করতে দেয়নি পুলিশ।

এবিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া জানান, 'সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও বিকারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ শুরু করি। সমাবেশ চলাকালে হঠাৎ পুলিশ আমাদের সমাবেশ করতে বাধা দেয়।'

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা মধুলাল তঞ্চঙ্গ্যা বলেন, শান্তিপূর্ণ সমাবেশে এধরনের পুলিশি বাধা দেয়া নেক্কারজনক, এতে দেশের গণতন্ত্রের শোভা পায় না। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে রংপুরের ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও অগ্নিদুর্গতদের পুনর্বাসন করার দাবি জানাই।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানিয়েছেন, সমাবেশের অনুমতি না থাকায় তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.