Sylhet Today 24 PRINT

জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৭

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে সবুজবাগের নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর এ তথ্য জানান।
 
আহমেদ কামাল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট আহমেদ কামাল। বাকি চার ভাই আগেই মারা গেছেন।

আহমেদ কামালের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

আহমেদ কামাল বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ছিলেন। ওই পদে থেকে তিনি অবসরে যান। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। সবুজবাগের বাসায় তিনি একাই থাকতেন।

২০১৬ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে হঠাৎ জনসমক্ষে আসেন তিনি। তিনি নতুন দল গঠন করছেন এমন আলোচনাও ওঠে রাজনৈতিক অঙ্গনে।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.