Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে আড়াইশ কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৭

ঝিনাইদহের দৌগাছী ইউনিয়নে সাড়ে আড়াইশ কৃষকদের মাঝে বিনামমূল্যে জিংক সমৃদ্ধ (ব্রি-ধান-৬২ ও ৭৪ )ধান বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদে এ ধান বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোঃ মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ, উন্নয়ন ধারার প্রকল্প পরিচালক প্রফুল্ল কুমার, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মেদ রনি।

অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। পরে হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় উন্নয়ন ধারার আয়োজনে ওই এলাকার আড়াইশ কৃষকদের মাঝে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ ও ৭৪ এর বীজ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.