Sylhet Today 24 PRINT

দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক সড়কে যান চলাচল বন্ধ থাকে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরো জানান, বাসটি শহরের পুলিশ লাইন মোড়ে যাত্রী নামিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে আনার পথে আরো পাঁচজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশুর মৃত্যু হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালের উপ-পরিচালক চৌধুরী ফরিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে, তাদের বাড়ি পিরোজপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।

দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.