Sylhet Today 24 PRINT

সাদিপুর সীমান্তে চোরাচালানিদের হামলায় বিজিবি সদস্য আহত, আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৭

যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর চোরাচালানিরা হামলা চালিয়েছে। এ হামলায় ইউনুস আলী নামের বিজিবির এক হাবিলদার আহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) ভোররাতে এ হামলার ঘটনাটি ঘটে। এসময় আত্মরক্ষার্থে বিজিবি পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভোররাত ৪টার দিকে একদল চোরাচালানি ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসছে—এমন একটি গোপন সংবাদ পায় বিজিবি। বিজিবির টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে সাদিপুর সীমান্ত থেকে মনিরুল ইসলাম নামের এক চোরাচালানিকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

এ সময় চোরাচালানিরা সংঘবদ্ধ হয়ে মনিরুলকে ছিনিয়ে নেওয়ার জন্য বিজিবির ওপর হামলা চালায় এবং ইট নিক্ষেপ করে। এতে এক বিজিবি হাবিলদার আহত হন। বিজিবি তখন আত্মরক্ষার্থে পাঁচটি গুলি ছুড়ে বলে জানান ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আটক মনিরুল বেনাপোলের গয়ড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.