Sylhet Today 24 PRINT

৭ মাস জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৭

ভারতে ৭ মাস জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল বাংলাদেশী ১২ যুবকসহ এক নারী।

সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৫টায় ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

জেল খেটে ফেরত আসারা হলেন মাদারীপুর জেলার কালকিনি থানার সাইফুদ্দিনের ছেলে আলামিন (২৯), আলী হোসেনের ছেলে রাকিব (২৮), মিন্টু খানের ছেলে মনির খান (২৮), আবুল খায়েরের ছেলে ইকরাম হোসেন (২৩), ইয়াকুব আলীর ছেলে ইব্রাহীম হোসেন (২২), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নিহার গাজীর ছেলে আব্দুল হাই (৩০), হামিদ সরদারের ছেলে হান্নান সরদার (৩২), নারায়নগঞ্জের বন্দর থানার আলী হোসেনের ছেলে আকিব (৩০), ফরিদপুর জেলার সদরপুর থানার মনা ইসলামের হাফিজুর (৩২), যশোরের বেনাপোর পোর্ট থানার শাহাদতের মেয়ে আনযু খাতুন (৩৫), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আব্দুর রউফের ছেলে হাবিবুর রহমান (৩১), ময়মনসিংহ জেলার খালেক মোল্যার ছেলে মামুন মোল্যা (২৭), চট্টগ্রাম জেলার মিন্টু বড়ুয়ার ছেলে সুমিত বড়ুয়া (২৪)।

দেশে ফেরত আসা মাদারীপুর জেলার আলামিন বলেন, তারা ৩ বছর আগে ভারতে গিয়ে ব্যাঙ্গালুরু প্রদেশে গরুর মাংসের ফ্যাক্টরিতে কাজ করতেন। গত ৭ মাস পূর্বে তাদের সে দেশের পুলিশ আটক করে জেল হাজাতে পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বলেন, অভাব অনটনের জন্য এরা ৩ বছর পূর্বে ভারতে কাজের জন্য পাড়ি জমায় । সেখানে কাজ করতে করতে পুলিশের কাছে ধরা পড়ে এরা ৭ মাস জেল খাটে। পরে উভয় দেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরে।

তিনি আরো জানান, ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এ এসআই ইমরান হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.