Sylhet Today 24 PRINT

গোলাম মোস্তফার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

পৃথক শোকবার্তায় তারা গভীর শোক প্রকাশ করে বিদেহি আত্মার শান্তি কামনা করেছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি গোলাম মোস্তফার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতের প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
 
শোকবার্তায় স্পিকার বলেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ  ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিবীদ। তিনি সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার  মৃত্যুতে একটি সম্ভাবনার মৃত্যু হয়েছে।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ পৃথক শোকবার্তায় সাংসদ গোলাম মোস্তফার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এক মাস আগে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাইবান্ধা-১ আসনের এমপি গোলাম মোস্তফা। মঙ্গলবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। গতবছর ডিসেম্বরে সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর ওই আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন গোলাম মোস্তফা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.