Sylhet Today 24 PRINT

চবিতে র‌্যালিতে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের দু’ পক্ষের সংঘর্ষ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৮

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে দাঁড়ানো নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত দুইজন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে দাঁড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষই সংঘর্ষে  জড়িয়ে পড়ে। এই সময় ছাত্রলীগের দুইকর্মী গুরুতর আহত হন।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাইদ আহমেদ ও নাজমুল সাবির। সাইদ চট্টগ্রাম মেডিকেল কলেজে আর নাজমুল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিফ মেডিকেল অফিসার ডা. আবু সৈয়দ জানান, সাইদের অবস্থা গুরুতর। সে মাথায় আঘাত পেয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.