Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. সোবহান শেখ। শনিবার (২৭ জানুয়ারি) গভীর রাতে মালয়েশিয়া থেকে ঢাকা আসলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করেন।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, যাত্রীর জুতা ও শরীর তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা। এসব মুদ্রা তাঁর জুতার ভেতর ও শরীরে বিশেষভাবে লুকানো ছিল।

আটক সোবহানকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোবহান শেখ বৈদেশিক মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করেন। তাঁকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি অর্থ বহনের কথা স্বীকার করেন। শুল্ক গোয়েন্দার নজরদারি এড়ানোর জন্যই জুতার ভেতর ও শরীরে অর্থ লুকিয়ে রেখেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.