Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষায় না দিতে পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে চট্টগ্রামে আত্মহত্যার পথ বেছে নিয়েছে নাসরিন আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী।  বুধবার (৩১ জানুয়ারি) রাতে নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন আত্মহত্যা করেছেন।

নাসরিন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার দুই নম্বর সড়কের জসিমের কলোনির ভাড়াটিয়া নাসির হাওলাদারের মেয়ে। পেশায় দিনমজুর নাসির হাওলাদারের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। নাসরিনের মা একজন পোশাক কর্মী।

নাসরিন বাসার কাছে মোহাম্মদনগর এলাকার একটি স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা।

শিক্ষক ও সহপাঠীদের বরাত দিয়ে তিনি বলেন, নাসরিন টেস্ট পরীক্ষায় তিন বিষয়ে ফেল করেছিল। এজন্য স্কুল কর্তৃপক্ষ তাকে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি।

নাসরিনের মা-বাবা জানিয়েছেন, ফরম ফিলআপের জন্য সে বাসা থেকে টাকা নিয়েছিল।  কিন্তু আজ (বৃহস্পতিবার) থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।  সে পরীক্ষা দিতে পারছে না।  বাসায় কি জবাব দেবে, এই চিন্তা থেকে নাসরিন আত্মহত্যা করেছে বলে জানান এসি সোহেল রানা।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে নাসরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো.আলাউদ্দিন। এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.