Sylhet Today 24 PRINT

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ নিহত হয়েছেন ছয়জন। আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলকাতা থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ২২ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুশান্ত মান্ডা নামের একজন ভারতীয় নাগরিক প্রাণ হারান। তিনি ভারতের বারাসাতের বাসিন্দা।

অন্যদিকে ভাঙা হাইওয়ে পুলিশের ওসি মো. এজাজউদ্দিন জানান, ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে ভাঙার পুলিয়া বাজার এলাকায় একটি থেমে থাকা যাত্রীবাহী বাসকে একটি ইট বহনকারী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। সকাল ৯টার দিকে এই দুর্ঘটনায় আরও একজন আহত হন। আহত রিংকু ভূঞাকে (২৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

এই দুর্ঘটনায় অপর দুই নিহত ব্যক্তি হলেন, মিলন মোল্লা (২৬) ও চান মিয়াঁ (৩৫)। নিহতদের সবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.