Sylhet Today 24 PRINT

তল্লাশিকালে চট্টগ্রামে পুলিশকে গুলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় থামতে বলায় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করেছে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনায় পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। তার হাঁটুর ওপরে গুলিটি লেগেছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, বিকালে নগরের দুই নম্বর গেট এলাকার চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দেয় পুলিশ সদস্যরা।

“তল্লাশি চালানোর আগেই এএসআই আব্দুল মালেককে লক্ষ করে মোটরসাইকেল আরোহীরা গুলি করে।”

ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল এবং হামলাকারীদের একজনকে আটক করেন সেখানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কাজ। তল্লাশির মুখে পড়ে যাওয়ায় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।

আহত পুলিশ কর্মকর্তা আব্দুল মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.