Sylhet Today 24 PRINT

সাতক্ষীরায় আনসারউল্লাহর দুই ‘জঙ্গি’ আটক

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সাতক্ষীরায় ৫০ রাউন্ড টু টু বোর রাইফেলের গুলিসহ প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি দল আনসারউল্লাহ বাংলা টিমের দুইজন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন— ভাদড়া গ্রামের মৃত হামিদুন্নবীর ছেলে জাহাঙ্গীর আলম বাবলু ওরফে আক্তার ওরফে সাদ (৪০) ও আবুল খায়ের ঢালীর ছেলে আশরাফুল ইসলাম ঢালী (২৫)। তারা পেশায় কৃষক।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাদড়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলের বাড়ির রান্নাঘরের পাশ হতে ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আশরাফুলকে তার বাড়ি হতে আটক করা হয়।

পরে আনসারউল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততা আছে এমন একটি তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলম বাবলুকে তার বাড়ি হতে আটক করা হয়।

তিনি জানান, তারা উভয়ে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। দুই বছর আগে ঢাকার মিরপুর এলাকার গোপন আস্তানা থেকে এরা প্রশিক্ষণ গ্রহণ করে। আগামী সংসদ নির্বাচনে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে ঘাপটি মেরেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.