Sylhet Today 24 PRINT

খুলনায় পাসপোর্ট বানাতে এসে রোহিঙ্গা তরুণী আটক

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

খুলনায় পাসপোর্ট বানাতে এসে শারমিন আক্তার (২২) নামে এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ খুলনা পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করে। এ সময় এ কাজে সহযোগিতার অপরাধে সাইফুল্লাহ চৌধুরীকে (৪৪) পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শারমিন আক্তার নামে ওই তরুণী পাসপোর্ট করাতে আসেন। সাইফুল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তি এ কাজে তাকে সহযোগিতা করছিল। এ সময় পাসপোর্ট অফিসের পরিচালকের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাইয়ের পর তরুণীকে আটক করে। তার সহযোগী সাইফুল্লাহকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির চৌধুরীর ছেলে সাইফুল্লাহ চৌধুরী রোহিঙ্গা তরুণী শারমিনকে ভালোবেসে পালিয়ে খুলনায় নিয়ে আসেন। শারমিনের পিতা হামিদুল্লাহ পরিবারসহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন।

ওসি মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার দুজনকেই আদালতে হাজির করা হবে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গারা যেহেতু এ দেশে শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছে, সেহেতু সাধারণ অপরাধ হিসেবে তাদের প্রথমেই সরাসরি আইনের আওতায় নেওয়া কঠিন। তাই আদালতের সিদ্ধান্ত নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.