Sylhet Today 24 PRINT

উন্নয়ন বঞ্চিত এলাকার ট্যাক্স মওকুফ চান এরশাদ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

উন্নয়নবঞ্চিত এলাকায় মানুষের ট্যাক্স মওকুফ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার নগর ভবন মিলনায়তনে রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

এরশাদ বলেন, 'রংপুর সিটি কর্পোরেশন হচ্ছে দেশের বড় সিটি কর্পোরেশন। ২০৫ বর্গ কিলোমিটার এলাকার এ সিটির গ্রামগুলোতে উন্নয়নের কোনো ছোয়া লাগেনি, নেই বিদ্যুৎ। কিন্তু তবুও তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। এটা ঠিক নয়। উন্নয়ন বঞ্চিত এলাকার মানুষের ট্যাক্স মওকুফ করতে হবে।'

তিনি বলেন, শ্যামাসুন্দরী খাল দখল হয়ে গেছে। গন্ধে খালের আশেপাশে যাওয়া যায় না। যে উদ্দেশ্য নিয়ে এটি খনন করা হয়েছে তা ব্যাহত হয়েছে। নগরীর শ্যামাসুন্দরীর খালে পানি প্রবাহ নিশ্চিতসহ পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিটি মেয়রকে তাগাদা দেন এরশাদ।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলুসহ সকল কাউন্সিলররা।

সভাপতির বক্তব্যে মেয়র মোস্তাফিজার রংপুর সিটির উন্নয়নে প্রধানমন্ত্রীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.