Sylhet Today 24 PRINT

জাফর ইকবালের ওপর হামলার নিন্দায় বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার নিন্দা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ঘটনাটি ‘ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত’ বলে মনে করছে দলটি।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার ঘণ্টাখানেক আগেই সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ছুরি নিয়ে জাফর ইকবালের মাথায় আঘাত করেন এক তরুণ। হামলাকারী সঙ্গে সঙ্গে ধরা পড়লেও তার পরিচয় মেলেনি।

ফখরুল বলেন, অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিএনপি।

“আমরা মনে করি যে, এটা আরেকটা চক্রান্ত। যারা দেশে এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এটা তাদেরই চক্রান্ত।”

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ জাফর ইকবাল জঙ্গি হামলার হুমকি পেয়ে আসছিলেন। এজন্য সরকারের পক্ষ থেকে তাকে পুলিশ পাহারাও দেওয়া হচ্ছে। পুলিশ পাহারার মধ্যেই তার উপর হামলা হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.