Sylhet Today 24 PRINT

৫ মার্চ ১৯৭১

শাহআলম সজীব |  ০৫ মার্চ, ২০১৮

৫ মার্চ সারাদেশ থেকে মুক্তিকামী জনতার উপর পাকিস্তানিদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিবর্ষণের খবর আসতে থাকে। কিন্তু সময় যত গড়াচ্ছিল মুক্তিকামী জনতার উত্তাল আন্দোলন তত অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। ৭১-এর এইদিনে চট্টগ্রামে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন ২২২ জন মুক্তিকামী জনতা। টঙ্গিতে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ৬ জন, যশোহরে ১ জন শহীদ হন।

মুক্তিকামী জনতা এই দিন অপ্রতিরোধ্য আন্দোলনের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে ৩২৫ কয়েদি বের হয়ে চলে যান শহীদ মিনারে। তবে কারাগারের ফটক ভাঙার সময় কারারক্ষীদের নির্বিচার গুলিতে ৭ জন শহীদ ও ৩০জন আহত হন।

কয়েদিদের এ আন্দোলন সারা দেশের মুক্তিকামী জনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাবি অনুযায়ী এই দিনেই পাক সামরিক জান্তা রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.