Sylhet Today 24 PRINT

১৫ মার্চ ১৯৭১

শাহআলম সজীব |  ১৫ মার্চ, ২০১৮

১৫ মার্চ ১৯৭১,  কালো পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু গেলেন ইয়াহিয়ার সঙ্গে দেখা করতে।

১৫ মার্চ ১৯৭১ একাত্তরের উত্তাল এই দিনে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।

তবে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এর ঢাকায় আগমন ছিল গোপনে। বঙ্গবন্ধু তাঁর সাদা গাড়ীতে কালো পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট ভবনে যান ইয়াহিয়া খানের সাথে বৈঠক করতে। বৈঠকে তাজউদ্দীন আহমেদ সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ দিন খুলনায় আয়োজিত এক সমাবেশে ছাত্র সমাজের নেত্রী হাসিনা বানু শিরিন বলেন মহান স্বাধীনতার আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও যুদ্ধ করতে প্রস্তুত।  এ দিন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বায়তুল মুকাররম চত্বরে এক সমাবেশ করে । এতে বাংলাদেশ রক্ষায় অস্ত্র নিয়ে সব নাগরিককে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।

আসম রব সমাবেশে ঘোষণা করেন বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের উপর সামরিক বিধি জারি করার ক্ষমতা কারো নেই। বাংলাদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.