Sylhet Today 24 PRINT

চাঁদপুরে দোকান কর্মচারীকে হত্যার দায়ে তিনজনের প্রাণদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৮

চাঁদপুরে দোকান কর্মচারী মাসুদ রানাকে (২৭) হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ আদেশ দেন। একইসঙ্গে ঘটনার শিকার পরিবারকে নগদ এক লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুফিয়ান আহমেদ শিশির (২২), সাইফুল ইসলাম সুজন (২৩) এবং শরীফ সরদার। এদের সবার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ফতেহপুরে।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণে আসামিরা একটি সোনার চেইন নিয়ে দোকান কর্মচারী মাসুদ রানার কাছে যায়। তারা চেইনটি রেখে মাসুদ রানার কাছে কিছু টাকা দাবি করে। এতে অস্বীকৃতি জানান মাসুদ রানা। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওইদিন রাতে আসামিরা মাসুদ রানাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ওই ঘটনায় নিহত মাসুদ রানার ভাই ফারুক ব্যাপারী (৩৫) থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ রায় দেওয়া হলো। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. সাইদুল ইসলাম বাবু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.