Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় লিফট দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বেনাপোল প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৮

নিহতদের স্বজনদের আহাজারি

মালয়েশিয়ার একটি ভবনে কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে বাংলাদেশি তিন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হন- যশোরের বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২),  শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।

এই খবর বাংলাদেশে পৌঁছার পর নিহতদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের স্বজনরা জানান, জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির ওই নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এই তিন বাংলাদেশি। সেখানে লিফটে কাজ করার সময় সেটির তার ছিঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি।

নিহত বাংলাদেশিদের খবর শুনে যশোরে তাঁদের বাড়িতে ছুটে যান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। ইউএনও দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন।

পুলক কুমার মণ্ডল বলেন,তিনজনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিন বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.