Sylhet Today 24 PRINT

নেত্রকোনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৮

নেত্রকোনায় এক ব্যক্তিকে হত্যার দায়ে আলীম উদ্দিন নামের একজনে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চরিগাঁওপাড়া গ্রামের ইসমাইলকে হত্যার দায়ে আলীমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে আদালত আসামি ইলিয়াস ও আজিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়।  রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ইসমাইলের বাড়িতে টাকা আছে জানতে পেরে একই গ্রামের ইলিয়াস ও আজিজুল ২০১৩ সালের পহেলা জানুয়ারি সেখানে হানা দেয়। এক পর্যায়ে তাকে হত্যা করে তারা।

এ ঘটনায় নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে আলীম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামরাকরেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুল আলম প্রদীপ, আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশেদুজ্জামান রাশেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.