Sylhet Today 24 PRINT

ট্রেনে কাটা পড়ে শিশুসন্তানসহ মায়ের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার দামাইল গ্রামের রাজীব মণ্ডলের স্ত্রী লিজা আক্তার সাথী (২৫) ও তার ছেলে ইয়াসিন আহমেদ।

মঙ্গলবার (১৭  এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে গফরগাঁও স্টেশনের কাছে দামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই নারী শিশুসন্তানসহ আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার পর থেকে সাথীর স্বামী রাজীব পলাতক রয়েছেন বলেও জানান এলাকাবাসী।

গফরগাঁও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দু'টি উদ্ধার করে।

তিনি বলেন, লাশ দু'টি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.