সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৮ ১৮:৩৩

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে রেল কর্মকর্তা গুরুতর আহত

চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন রেলওয়ের ট্রাফিক ইনসপেক্টর শিকদার বায়েজিদ।

বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি আজ সোমবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খুলনার খালিশপুরের নতুন রাস্তা এলাকায় পৌঁছালে সেটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পাথর ছুঁড়ে মারে। এতে আহত হন ওই ট্রেনে থাকা শিকদার বায়েজিদ।

খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, ট্রাফিক ইনসপেক্টর বায়েজিদ আজ সকালে ট্রেন লাইন পরীক্ষার কাজে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে চেপে যশোর যান। পরে বেনাপোল থেকে আসা কমিউটার ট্রেনে খুলনা ফিরছিলেন তিনি। ট্রেনটি দৌলতপুর পার হওয়ার পর বাইরে থেকে ছুড়ে মারা একটি পাথর এসে লাগে বায়েজিদের মাথায়। এতে সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তিনি। পরে ট্রেনটি খুলনা স্টেশনে পৌঁছালে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে মুমূর্ষু শিকদার বায়েজিদকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি সোনালী সেন জানান, ঘটনাস্থল নগরীর ফুলতলা থেকে খালিশপুরের মধ্যে হতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত