সিলেটটুডে ডেস্ক

০১ মে, ২০১৮ ১৩:০২

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বন্দকাটি গ্রামে এ ঘটনায় মাসুদ আহত হন। মঙ্গলবার (১ মে) ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুদ হোসেন (২৫) উপজেলার বন্দেকাটি গ্রামের মোনায়েম হোসেন গাজীর ছেলে।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদের দুই চাচা মোয়াজ্জেম হোসেন ও আব্দুল আজিজ এবং আজিজের ছেলে আশরাফ হোসেনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রামের একটি জমি নিয়ে মোনায়েমের সঙ্গে তার ভাই মোয়াজ্জেম, আজিজ ও মোকাররমের গাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আশরাফ ও তার অনুসারীরা মাসুদের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

আহতাবস্থায় মাসুদকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় পাঠানো হচ্ছিল।

মাসুদকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রেশমা ও বোন শারমিনও আহত হয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা রাজীব। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত