সিলেটটুডে ডেস্ক

০১ মে, ২০১৮ ১৪:৫১

ভালুকায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা আরও একজন বেড়েছে। তাই এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪-এ। এতে আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার (১ মে) সকাল প্রায় ৮টার দিকে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে এক নারীর পরিচয় ছাড়া বাকী ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটী গ্রামের গার্মেন্টস শ্রমিক ফারুক। মে দিবসের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন। নিহত অপর দুজন হলেন- ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন এর তোফায়েল ও দুর্ঘটনা কবলিত বাসের হেলপার রুবেল।

প্রসঙ্গত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাকের চাকা পাংচার হয়ে পড়ে যায়। এসময় পেছনে থাকা যাত্রীবাহী বাসটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে আটজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত এক নারীসহ ৩ পোশাক শ্রমিক মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত