০৩ মে, ২০১৮ ১২:৪২
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সংস্কার) নেতা শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল উপজেলা পরিষদে যাওয়ার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির।
তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শক্তিমানের মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা রুপম চাকমাও আহত হন।
আহত রুপমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপনার মন্তব্য