
০৩ মে, ২০১৮ ১৩:১২
পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে নগরীর সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধারের ঘটনায় তার বন্ধু আদনান মির্জাকে আটক করেছে পুলিশ। বুধবার (২ মে) রাতে তাকে নগরীর খুলশী এলাকা থেকে আটক করা হয়।
আটক আদনান খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা ইস্কান্দার মির্জার ছেলে। সে নগরীর এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
এর আগে বুধবার (২ মে) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে পতেঙ্গার ১৮ নম্বর ঘাটের পাশে কর্ণফুলী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ে মরদেহটি উদ্ধার করে। পরে বিকালে পরিবারের লোকজন থানায় গিয়ে নিশ্চিত করে মরদেহটি তাদের মেয়ে তাসফিয়া আমিনের।
তাসফিয়া আমিনদের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফের ডেইল পাড়া এলাকায়। তার পরিবার নগরীর ওআর নিজাম আবাসিক এলাকার তিন নম্বর সড়কের কে আর এস ভবনে থাকে।
আপনার মন্তব্য